• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সতর্কবার্তায় ভীত নই: সু চি


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ১০:০৫ এএম
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সতর্কবার্তায় ভীত নই: সু চি

ছবি- রয়টার্স

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কবার্তার বিষয়ে মিয়ানমার সরকার ভীত নয় বলে জানিয়েছেন নেত্রী অং সান সু চি। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় রোহিঙ্গা সংকট নিয়ে জাতীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

সু চি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা শুধু রাখাইনের ‘রক্ত’কেই ঘটা করে প্রচার কারছে। সেখানকার প্রকৃত চিত্র যাচাই না করেই এমনটি করছে।

‘সেখানে কোনো জাতিকে (মুসলিমদের) টার্গেট করে অভিযান চলছে না; সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান’ - জানান মিয়ানমার নেত্রী।

রাখাইনে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কি না তা তদন্তের সুব্যাবস্থা রয়েছে বলে সু চি বলেন, বিশ্বের মানবাধিকার নিয়ে যেসব সংগঠন কাজ করে, বিশেষ করে হিউম্যান রাইটস্ ওয়াচ, অ্যামিনিস্টিসহ সংগঠনগুলো কোনো প্রকার তদন্ত না করেই আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে নিয়ে প্রম্ন তুলছে। আপনারা আসুন, তদন্ত করুন আমার সরকার আপনাদের সহায়তা করবে।

এ সময় রাখাইন থেকে মুসলমানরা কেন পালিয়ে বাংলাদেশে যাচ্ছে, তা মিয়ানমার সরকার খুঁজে বের করতে চায় জানিয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইন পরিদর্শনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

তার প্রায় ৪৫ মিনিট ভাষণের একটি জায়গায়ও ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ করেননি। তবে বার্মা সেনাবাহিনীর নীপিড়নের শিকার হয়ে যারা বাংলাদেশে পালিয়ে এসেছেন, তাদেরকে নব্বইয়ের দশকে করা প্রত্যাবাসন চুক্তির আওতায় ‘যাচাইয়ের মাধ্যমে’ বাংলাদেশে থাকা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার কথা বলেছেন সু চি।

তিনি বলেছেন, যে শরণার্থীরা মিয়ানমারে ফিরতে চায়, ওই চুক্তির আওতায় আমরা যে কোনো সময় তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। আর যে শরণার্থীরা মিয়ানমার থেকে গেছে বলে চিহ্নিত হবে, কোনো ধরনের সমস্যা ছাড়াই নিরাপত্তা ও মানবিক সহায়তার পূর্ণ নিশ্চিয়তা দিয়ে আমরা তাদের গ্রহণ করব।

সু চি দাবি করেন, ৫ সেপ্টেম্বরের পর রাখাইনে কোনো ধরনের সহিংসতা বা অভিযান চালানো হয়নি। সঙ্কট নিরসনে কফি আনান কমিশন যে সুপারিশ করেছে, তা দ্রুততম সময়ের মধ্যে সরকার বাস্তবায়ন করতে চায়।  

তিনি বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় অঙ্গিকারাবদ্ধ। রাখাইনের সবার দুর্দশার বেদনা আমরা গভীরভাবে অনুভব করছি।

 


সোনালীনিউজ/ঢাকা/আকন/এআই

Wordbridge School
Link copied!