• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের জন্য ত্রাণ তহবিলে টাকা দিল আল-আরাফাহ্


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৭, ০৭:৩০ পিএম
রোহিঙ্গাদের জন্য ত্রাণ তহবিলে টাকা দিল আল-আরাফাহ্

ঢাকা: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে এই টাকা দিয়েছে ব্যাংকটি।

সোমবার(১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস(বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।

ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার গণমাধ্যমকে জানানো হয়ছে বিষয়টি। 

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!