• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৩, ২০১৬, ১২:০৫ পিএম
লিবিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

লিবিয়ায় কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আইএস-এর দখলে থাকা সিরতে শহর পুনরুদ্ধারে সরকারি বাহিনীকে সহযোগিতার জন্যই ওই হামলা চালানো হয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ঐক্য সরকারের প্রধানমন্ত্রী ফয়েজ আল-সারাজ জানিয়েছে, ‘লিবিয়ায় প্রথমবারের মতো আইএস ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। সিরতে শহরে এ হামলা চলানো হয়।’ হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পেন্টাগন জানিয়েছে, লিবিয়ার ঐক্যবদ্ধ সরকারের  সরকারি কর্তৃপক্ষের (জিএনএ) অনুরোধে ওই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, লিবীয় বাহিনী রাস্তায় পুঁতে রাখা বোমা, মাইন ও নানা ধরনের সমস্যা পড়তে থাকে। তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে।

ওই হামলার ফলে লিবীয় বাহিনীর সামনের দিকে অগ্রসর হতে সুবিধা হবে। তবে এখন যুদ্ধটা বেশ কঠিন হয়ে পড়বে। আইএস শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হলে বেসামরিক জনগণ হতাহতের পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ সেখানে প্রচুর বেসামরিক জনগণ রয়েছেন। পেন্টগন জানিয়েছে, জিএনএ সরকারকে সহায়তা করতে ভবিষ্যতেও এ ধরনের হামলা চালানো হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!