• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাকিব-বুবলীর ঠোঁটে আঞ্চলিক ভাষার গান (ভিডিও)


বিনোদন প্রতিবেদক মে ১৫, ২০১৮, ০২:২৮ পিএম
শাকিব-বুবলীর ঠোঁটে আঞ্চলিক ভাষার গান (ভিডিও)

‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে শাকিব খান ও বুবলী

ঢাকা: নতুন চমক নিয়ে হাজির সময়ের আলোচিত জুটি সুপারস্টার শাকিব খান ও বুবলী। এই প্রথমবারের মতো তাদের ঠোঁট মেলাতে দেখা গেল চট্টগ্রাম ও নোয়াখালীর  আঞ্চলিক ভাষার গান। গানটি ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার টাইটেল গান। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

রোববার (১৩ মে) সন্ধ্যায় ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ নামের গানটি অবমুক্ত হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

পোস্টারের পর এবার ছবির টাইটেল ট্র‌্যাক নিয়ে আসছে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি। চট্টগ্রাম এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষার গান এটি। এই গানে খুনসুটি করতে দেখা গেছে শাকিব-বুবলীকে।

 ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে শাকিব খান ও বুবলী

গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন শাহারিয়ার রাফাত। দ্বৈত কণ্ঠের গানে কণ্ঠ দিয়েছেন ঐশী এবং রাফাত নিজেই। আর এই গানের কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব। বাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

গেল বছরের অক্টোবরে ‘চিটাগাইংয়া পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। গেল বৃহস্পতিবার ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা পড়ে। সবকিছু ঠিক থাকলেই দু-চার দিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট হাতে পাবে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’।

 ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে শাকিব খান ও বুবলী

পরিচালক উত্তম আকাশ বলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। আগামী ঈদে দেশব্যাপী মুক্তি দেয়া হবে রোমান্টিক ও কমেডি গল্পের এই ছবিটি।

দেখুন সেই গানটি-

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!