• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঠালবাড়ি: পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুলাই ২৪, ২০১৭, ০৭:০০ পিএম
শিমুলিয়া-কাঠালবাড়ি: পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বৈরি আবহাওয়া এবং পদ্মার তীব্র স্রোতের সাথে ঢেউয়ের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। সোমবার (২৪ জুলাই) সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। বৈরি আবহাওয়ার কারণে ফেরিগুলো চলাচল করতে পারছে। সন্ধ্যার পর থেকে ফেরি সংখ্যা কমিয়ে দেওয়া হয় দুর্ঘটনা এড়াতে। যাত্রীবাহী যানবাহনগুলোকে প্রধান্য দিয়ে ফেরিতে আগে উঠতে দেওয়া হচ্ছে। এই রুটে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!