• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ আগস্ট ১৯, ২০১৮, ১০:৩০ এএম
শিমুলিয়ায় নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ: নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কে-টাইপ ও মাঝারি ধরনের ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

রোববার (১৯ আগষ্ট) সকাল থেকেই ছোট ও হালকা গাড়ি পার করছে ফেরিগুলো। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা বেশিরভাগ গাড়িই যাত্রীবাহী ও পণ্যবাহী। কয়েক দিন ধরেই এই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম সকালে বলেন, গতকাল রাতের দিকে ছয়টি ফেরি চলাচল করেছে। আজ সকাল থেকে ১৬টি ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে রো রো ফেরিগুলো বন্ধ আছে।

ব্যবস্থাপক আরো জানান, ধারণক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে দূরপাল্লার বাস ও ছোট গাড়ির সংখ্যাই বেশি।

নাব্যতা সংকট পুরোপুরি  নিরসন না হলে সব ফেরি চালানো যাবে না বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!