• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করায় বাদীকে তলব


আদালত প্রতিবেদক মে ১৬, ২০১৭, ০৫:০৬ পিএম
শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করায় বাদীকে তলব

ঢাকা: রাজধানীর মিরপুরে ভাঙচুর ও চুরির মামলায় শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করায় বাদী হাবিবুর রহমানকে তলব করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ নির্দেশ দেন। আগামী সাত দিনের মধ্যে বাদীকে হাজির হয়ে শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।

রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগ এনে চলতি বছরের শুরুতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১১ মাসের শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয় মিরপুর থানা পুলিশ।

এজাহারে মামলার বাদী হাবিবুর রহমান অভিযোগ করেন, ২০১৬ সালের ২৬ জুন মধ্য পাইকপাড়ায় তার জমি দখল করতে আসে ২৩ জন আসামি। তারা তার দোচালা ঘরের টিন ভেঙে ফেলেন এবং সোনার চেইন ও নগদ টাকা চুরি করেন।

এর আগে শিশুর বিরুদ্ধে চার্জশিট দেয়ায় পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন মিরপুর থানার এসআই মারুফুল ইসলাম। প্রত্যাহার করা দুই কর্মকর্তা হলেন- থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!