• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিশু জিহাদের মৃত্যু: পরবর্তী সাক্ষ্য ২০ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৬, ০৪:৫০ পিএম
শিশু জিহাদের মৃত্যু: পরবর্তী সাক্ষ্য ২০ অক্টোবর

রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার (১৯ অক্টোবর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন জিহাদের বাবা নাসির উদ্দিনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
 
আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!