• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘শুধু রোড ম্যাপ নয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে’


নীলফামারী প্রতিনিধি জুলাই ২০, ২০১৭, ০৫:৫৯ পিএম
‘শুধু রোড ম্যাপ নয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে’

নীলফামারী: শুধু রোড ম্যাপ নয় বরং প্রতিক্ষিত নির্বাচনী মহাসড়কে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান জেবেল রহমান গানি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাটে নিজ বাসভবনে ভাসানী শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সরকারের প্রতি আহবান জানিয়ে ২০ দলীয় জোটের শরিক ন্যাপ সভাপতি গানি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ যে কলঙ্গ বয়ে বেরাচ্ছে তা উত্তোরণ করতে হবে তাদেরই।

ভাসানী শিক্ষক পরিষদ ডিমলা শাখার আহবায়ক আফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এবং বিশেষ আলোচক হিসেবে ন্যাপ ডিমলা উপজেলা আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব মোফাখ্খারুল ইসলাম পেলব বক্তব্য দেন।

ন্যাপ চেয়ারম্যান ও প্রয়াত মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার দৌহিত্র জেবেল রহমান গানি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতসহ ভোটের পরিবেশ সৃষ্টি করা, নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহার করে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ারও আহবান জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!