• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শুরু হলো অষ্টম জাতীয় আয়কর মেলা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৭, ১১:৫৯ এএম
শুরু হলো অষ্টম জাতীয় আয়কর মেলা

ঢাকা: আটটি বিভাগীয় শহর, ৬৪টি জেলার ১৬৭টি স্থানে আজ বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হলো অষ্টম জাতীয় আয়কর মেলা। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবন প্রাঙ্গণে চলছে এ মেলা।

বিগত বছরগুলোতে করদাতাদের উপস্থিতি বাড়ায়, এবার বাড়ানো হয়েছে মেলার পরিসর। করদাতাদের এক ছাদের নিচে সব সেবা দিতে স্থাপন করা হয়েছে ১১০টি বুথ।

২১টি ব্যাংক কাউন্টার, ই ফাইলিং, ইটিআইএন জোনসহ করদাতাদের সহায়তায় থাকছে ২৫টি হেল্প ডেস্ক। ৮ বিভাগীয় শহরে সাত দিনব্যাপী মেলা হলেও প্রতিটি জেলায় ৪ দিন ও ১০৩টি উপজেলায় মেলা হবে ২দিন ব্যাপী। সারা দেশে মেলা আয়োজনে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা।

এনবিআরের প্রত্যাশা, করদাতার সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির কারণে এবার মেলায় রিটার্ন দাখিলকারীর সংখ্যাও অনেক বেশি হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!