• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০১৭, ০৪:১৬ পিএম
সব ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

ঢাকা: দেশের সব ক’টি ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলের সেশন চার্জ বাতিল ঘোষণা করে ২০ দফা নির্দেশনা দেয়া হয়েছে। এই ২০ দফার ওপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এক মাসের মধ্যে একটি সার্কুলার জারি করতে বলা হয়েছে।

ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষার্থী এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে তার কাছ থেকে অর্থ আদায় করা বেআইনি বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল শুনানি শেষে আজ বৃহস্পতিবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পর্যবেক্ষণগুলো হলো- সারাদেশে প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

ক্লাস ওয়ান থেকে টুতে ভর্তিতে নির্ধারিত বয়স কত হবে তা ম্যানেজিং কমিটিকে নির্ধারণ করে দিতে হবে। সেই সঙ্গে প্রতি ক্লাসে একজন ছাত্রের মাথাপিছু কত টাকা খরচ হয় তার তথ্য দিতে হবে স্কুলের ওয়েবসাইটে ও অভিভাবককে।

স্বাধীনতা ও বিজয় দিবসের মতো দেশের গুরুত্বপূর্ণ দিবসগুলো গুরুত্ব সহকারে পালন করতে হবে।

তিন মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এগুলো বাস্তবায়ন করতে হবে এবং ছয় মাস পর শিক্ষা সচিবকে এ বিষয়ে আদালতকে জানানোর বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এসব তথ্য জানিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!