• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমালোচিত সেই ‘পটাকা‍‍`র টাকা স্কুলে!


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৮, ০৬:০৫ পিএম
সমালোচিত সেই ‘পটাকা‍‍`র টাকা স্কুলে!

টাকা তুলে দিচ্ছেন নুসরাত ফারিয়া

ঢাকা: ‘পটাকা’ শিরোনামের একটি গান দিয়ে এ বছরের এপ্রিলে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন  চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গানটি গেয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। লাইকের চেয়ে ডিসলাইক পেয়েছিল তিন গুন।

ওই সময় ফারিয়া জানিয়েছিলেন, পটাকা'র লভ্যাংশের একটি অংশ শিক্ষার্থীদের জন্য ব্যয় করবেন।  পটাকা'র লভ্যাংশ ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আজ তুলে দিয়েছেন তিনি।

জানা গেছে, ওই গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় চার বছর আগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সেটি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত রয়েছেন নুসরাত ফারিয়ার পরিবারের সদস্যরা।

ফারিয়া মনে করেন, যে পরিমাণ অর্থ তিনি ওই বিদ্যালয়ে দিয়েছেন তা বেশ কাজে আসবে। স্কুলের প্রতিষ্ঠাতা লে. জে. এম হারুনুর রশীদ অর্থপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!