• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্প্রীতি ফিরিয়ে আনতে বাউল গান


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডিসেম্বর ২, ২০১৬, ১২:৫৫ পিএম
সম্প্রীতি ফিরিয়ে আনতে বাউল গান

ব্রাহ্মণবাড়িয়া: সাম্প্রদায়ীক সম্প্রীতি সকলের মাঝে ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো বাউল গানের আসর। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে নাসিরনগর উপজেলাবাসীর আয়োজনে নাসিরপুর হরিমন্দিরে এই বাউল গান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

নাসিরপুর হরিমন্দিরের সভাপতি বিভূতিভূষণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, হরিমন্দিরের সাধারন সম্পাদক তপন রায় চৌধূরী, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্ত্র দেব প্রমূখ। এছাড়াও বিভিন্ন এলাকার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের দুই সহস্রারাধীক দর্শক উপস্থিত ছিলেন।

রাত সাড়ে আটটা থেকে শুরু করে বাউল গান চলে মধ্যরাত পর্যন্ত। এতে জেলা তথ্য অফিসের বাউল ও স্থানীয় বিভিন্ন বাউল শিল্পিরা তাদের গান পরিবেশন করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!