• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের চোখে বছরের সেরা ছবি ‘সিনেমাওয়ালা’


বিনোদন ডেস্ক জানুয়ারি ৯, ২০১৭, ০১:০৭ পিএম
সাংবাদিকদের চোখে বছরের সেরা ছবি ‘সিনেমাওয়ালা’

ঢাকা: মফস্বল শহরের সিনেমা প্রদর্শক প্রণবেন্দু দাসকে ঘিরে ‘সিনেমাওয়ালা’র কাহিনি আবর্তিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির অগ্রগতিতে যিনি তার সেকেলে প্রযুক্তির প্রেক্ষাগৃহ ‘কমলিনি’ চালু রাখতে মরিয়া। এবং তিনি বিশ্বাস করেন তার সেলুলয়েড-ফিল্ম প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার মূলে রয়েছে তারই পুত্র প্রকাশ এর পাইরেটেড ডিভিডি ব্যবসা। এমন অসাধারণ বিষয়বস্তু নিয়ে নির্মিত কৌশিক গাঙ্গুলীর ছবি ‘সিনেমাওয়ালা’কেই সেরা ছবির পুরস্কার দিলে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

গেল বারে মুক্তি পাওয়া কলকাতা বাংলার অসংখ্য সিনেমার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘সিনেমাওয়ালা’কেই এই বছরের সেরা সিনেমার পুরস্কারটি দিলেন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়া এই অ্যাসোসিয়েশন সিনেমার প্রতিটি বিভাগ থেকে একটি সেরার পুরস্কার প্রদান করেন। তালিকায় বিস্তারিত-

সেরা চলচ্চিত্র(সমালোচক): সিনেমাওয়ালা
সেরা চলচ্চিত্র(জনপ্রিয়): প্রাক্তন
সেরা পরিচালক: কৌশিক গাঙ্গুলী(সিনেমাওয়ালা)
সেরা অভিনেতা (সমালোচক): পরান বন্দোপাধ্যায়(সিনেমাওয়ালা) ও প্রসেনজিত চট্টোপাধ্যায়(ক্ষত)
সেরা অভিনেতা(জনপ্রিয়): দেব(জুলফিকার)
সেরা অভিনেত্রী: ঋতুপর্না সেনগুপ্তা(প্রাক্তন)

সেরা সহ অভিনেতা: ঋত্বিক চক্রবর্তী(সাহেব বিবি গোলাম)
সেরা সহ অভিনেত্রী: অপরাজিতা আঢ্য(প্রাক্তন)
সেরা খল অভিনেতা: যীশু সেনগুপ্ত(জুলফিকার)
সেরা কৌতুক অভিনেতা: বিশ্বনাথ বসু(প্রাক্তন)
সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতা: অনির্বান চক্রবর্তী(ঈগলের চোখ)
সেরা প্রতিশ্রুতিশীল পরিচালক: প্রিতম ডি গুপ্তা(সাহেব বিবি গোলাম)

সেরা আবহ সংগীত: বিক্রম ঘোষ( ব্যোমকেশ পর্ব)
সেরা গীতিকার: অনুপম রায়(প্রাক্তন)
সেরা সুরকার: অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়(প্রাক্তন)
সেরা গায়ক: নচিকেতা(জুলফিকার)
সেরা গায়িকা: ইমন চক্রবর্তী(প্রাক্তন)

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!