• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতি ফজলুল হকের দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত


আদালত প্রতিবেদক জুলাই ৩১, ২০১৭, ১১:২৯ এএম
সাবেক বিচারপতি ফজলুল হকের দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে এ মামলার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ফজলুল হকের করা লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বিচারকি আদালতে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।  

এর আগে গত ২১ মার্চ দুদুকের এ মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন সাবেক এই বিচারপতি। শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করে দেন। সে আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি সাংবাদিকদের জানান। বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল দুদক রমনা থানায় মামলা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!