• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের চাঠিচার্জ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০১৬, ১০:৪৫ এএম
সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের চাঠিচার্জ

সাভারের একটি পোশাক কারখানায় বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে শিল্পাঞ্চলের ফুলবাড়িয়া এলাকায় গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেডে এই ঘটনা ঘটে।

শ্রমিকেরা জানান, গোল্ডেন স্টিচ ডিজাইন নামে ওই কারখানাটি প্রতি মাসেই শ্রমিকদের বেতন পরিশোধে দেরি করে। ঈদের আগে বোনাসের সঙ্গে জুন মাসের অর্ধেক বেতন দেয় কর্তৃপক্ষ। কিন্তু ঈদের ছুটি শেষে এখন পর্যন্ত বাকি বেতন পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই চাপ দিচ্ছিলেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে শ্রমিকেরা কারখানাটি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

এ বিষয়ে সংবাদ কর্মী পরিচয়ে কারখানাটির ইনচার্জ কামরুজ্জামানের মুঠোফোনে ফোন করলে তিনি ফোনটি দ্রুত কেটে দেন।

বর্তমানে কারখানাটির সামনে শিল্প-পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!