• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনহা বাসায়ই আছেন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০১৭, ১০:২৬ এএম
সিনহা বাসায়ই আছেন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাসায় অবস্থান করেছেন বলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের এক আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা এ কথা জানিয়েছেন।

পরে বিষয়টি সাংবাদিকদের জানান জয়নুল আবেদীন। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিকেলে প্রধান বিচারপতির সাথে স্বাক্ষাতের কথা জানিয়েছেন জয়নুল আবেদীন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে দেশে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে অনেক ধরনের কথা বলছেন। সেটি দেশের জন্য, সরকারের জন্য, বিচার বিভাগের ভালো না। তিনি বলেন, প্রধান বিচারপতির বিষয়টি নিয়ে আদালতের কাছে সহযোগিতা চেয়েছি। সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রারের মাধ্যমে আমরা প্রধান বিচারপতির সাথে দেখা করতে চাই।

মওদুদ আহমেদ বলেন, বর্তমান যে সংকট তা কোনো রাজনৈতিক সংকট নয়। তিনি বলেন, দেশের সকল আইনজীবী দলমত নির্বিশেষে প্রধান বিচারপতির সাথে দেখা করতে চাই। তার শারীরীক সুস্থত্যা কামনা করতে চাই। সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ আপিল বিভাগে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে একথা গুলো বলেছি।

আজ আদালতে সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মাদ আলী, ব্যারিস্টার মইনুল ইসলাম চৌধুরী, বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।  গত ২ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের জন্য ছুটি নিয়েছেন বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতির ছুটির বিষয় নিয়ে সব মহলে আলোচনা সমালোচনা চলছে। 


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!