• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটের দক্ষিণ সুরমায় বোমা হামলার ঘটনায় মামলা


সিলেট প্রতিনিধি মার্চ ২৭, ২০১৭, ১১:১৯ এএম
সিলেটের দক্ষিণ সুরমায় বোমা হামলার ঘটনায় মামলা

সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকায় বোমা হামলায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যা ও বিস্ফোরক আইনে গত রাতে মামলাটি দায়ের করেছেন নগরীর মোগলাবাজার থানার এসআই শিবলু চৌধুরী।

মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

গত শনিবার সন্ধ্যায় শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলের অদূরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হন ৪৪ জন।

আতিয়া মহলে এখনও অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। রবিবার সেখানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছিলেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

উল্লেখ্য, ২৩ মার্চ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটি প্রথম ঘেরাও করে পুলিশ। ২৪ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা থেকে মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত অভিযান চালাতে সিলেটে আসে । কিন্তু শেষ পর্যন্ত সোয়াত অভিযান চালায়নি। শুক্রবার সন্ধ্যার পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম ঘটনাস্থলে পৌঁছায়। সারারাত ঘিরে রাখার পর ২৫ মার্চ শনিবার সকাল থেকে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ ‘অপারেশন টোয়াইলাইটে’র অভিযান শুরু করে কমান্ডোর দলটি ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!