• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিসিকের দুই কাউন্সিলর বরখাস্ত


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৯:৫৩ এএম
সিসিকের দুই কাউন্সিলর বরখাস্ত

সিলেট: সিলেট সিটি করপোরেশনের বিএনপিপন্থী (সিসিক) দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তাদের বরখাস্তের প্রজ্ঞাপন স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে সিলেটে পৌঁছায়। বরখাস্ত হওয়া দুই কাউন্সিলর হলেন ৬ নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ডের দিনার খান হাসু।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কাউন্সিলর শামীম ও হাসুর বিরুদ্ধে ফৌজধারী আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নাশকতাসহ এসব মামলায় তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আদালত চার্জশিট আমলে নেওয়ায় তাদের সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন তাদের হাতে এসে পৌঁছেছে তবে কি কারনে বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই।’

এ ব্যপারে ৬ নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘আমি রাজনীতি করি। আমার বিরুদ্ধে মামলা থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। যেহেতু, আমার বিরুদ্ধে করা মামলার বাদী সরকার। মামলার তদন্তকারী কর্মকর্তাও সরকারের। এর জন্য আমাকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। আমি উচ্চ আদালতে এর বিরুদ্ধে আপিল করব।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!