• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেই এমপি লিটন গুলিবিদ্ধ


জেলা প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০১৬, ০৭:০০ পিএম
সেই এমপি লিটন গুলিবিদ্ধ

গাইবান্ধা: সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে বিতর্কিত হওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৩১) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিদায়ী বছরের শেষ মুহূর্তে বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি শাহাবাগে তিনি গুলিবিদ্ধ হন। আহত এমপিকে নেয়া হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।

ওসি বলেন, কে বা কারা কেন ও কী কারণে তাকে গুলি করেছে তা জানা যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে রামেকে নেয়া হচ্ছে।

গেল ২০১৫ সালের ২ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।

পরদিন ৩ অক্টোবর শিশু সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের ১২দিন পর ঢাকার উত্তরা এলাকা থেকে পুলিশ এমপি লিটনকে গ্রেপ্তার করে। গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান বিতর্কিত ওই এমপি।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!