• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত


আদালত প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৭, ০৬:৫৫ পিএম
সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানকে স্থানীয় সরকারের করা সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৬ মাসের জন্য এ স্থগিতাদেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপিত নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

নাশকতার এক মামলায় আজহারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ৮ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। এর আগেও গত বছরের ১৬ ফেব্রুয়ারি অন্য এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের পর প্রথম দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এরপর ওই বছরের ৩ মে হাইকোর্ট তার বরখাস্তের আদেশ স্থগিত করেছিলেন। উচ্চ আদালতের এ আদেশের ফলে মেয়র আজহারুল ইসলাম মান্নানের দায়িত্ব পালনে আর বাধা থাকলো না বলে জানান তার আইনজীবী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!