• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আবেদন খারিজ


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০১:২৩ পিএম
সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আবেদন খারিজ

ঢাকা: ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে মঞ্চে বানিয়ে ভাষন দিয়েছিলেন সে স্থানে একই রকম মঞ্চ তৈরি বক্তব্যরত আঙুল উচানো ভাস্কর্য নির্মাণের জন্য প্রকল্প চেয়ে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

পাশাপাশি ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা রুলের শুনানির ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতের জারী করা রুল নিষ্পত্তি হওয়ার পর সিদ্ধান্ত দেবেন আদালত।

আজ আদালতে এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।

রুলে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ই মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করেছিলো সে স্থান,  ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পুনঃনির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না তা জানতে চান আদালত। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আজ ১২ ডিসেম্বর দিন নির্ধারিত ছিলো।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!