• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন নাঈম আশরাফ


আদালত প্রতিবেদক মে ২৫, ২০১৭, ০৩:১৫ পিএম
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন নাঈম আশরাফ

ঢাকা: রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার ২ নম্বর আসামি নাঈম আশরাফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সাতদিনের রিমান্ড শেষে নাঈম আশরাফকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি। নাঈম আশরাফ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জবানবন্দি রেকর্ড করছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে নাঈম আশরাফকে গত ১৭ মে রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ওই ঘটনায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফ গত ১৮ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেনও ওই ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সাফাতের দেহরক্ষি রহমত আলী রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!