• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক নয়, যেন সুড়ঙ্গ


আবু হানিফ, বাগেরহাট আগস্ট ৯, ২০১৭, ০২:৪৯ পিএম
সড়ক নয়, যেন সুড়ঙ্গ

বাগেরহাট: শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রায়েন্দা কদমতলা এলাকায় কিছু এলাকায় সড়ক দেবে গেছে। এর ফলে যানবাহন চলাচলে চড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের।

সরেজমিনে দেখা গেছে, রায়েন্দা কদমতলা গ্রামের শরীফ বাড়ির সামনের সিএন্ডবি রাস্তার মাঝখান দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, এক বছর আগে স্থানীয় বাসিন্দা আসমত আলী সিকদারের ছেলে কৃষক দেলোয়ার সিকদার খাল থেকে পানি নেয়ার জন্য আঞ্চলিক মহাসড়কের ওই স্থানের মাটির নিচে একটি পাইপ স্থাপন করেন। বর্তমানে অতিবর্ষণের ফলে সড়কের নিচের অংশের মাটি সড়ে গিয়ে সোমবার দুপুরে হঠাৎ দেবে যায়। ফলে যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।

যাত্রীবাহী বাসগুলো অনেকটা ঝুঁকি নিয়ে সড়কের এক পাশ থেকে কাঁচা মাটির উপর দিয়ে চলাচল করছে। স্থানীয়দের মতে তাৎক্ষনিক মেরামত করা না হলে রাস্তা আরো দেবে গিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

এ ব্যপারে বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ জানান, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!