• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক পরিবহন আইন সংশোধন দাবিতে মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি এপ্রিল ২৩, ২০১৭, ০৩:৪৪ পিএম
সড়ক পরিবহন আইন সংশোধন দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম: সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে শহরের শহীদ মিনার এলাকায় পরিবহন মালিক সমিতি ও কুড়িগ্রাম জেলা বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

এ সময় বক্তব্য দেন, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ট্রাক-ট্যাংলড়ির মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার, ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলি প্রমুখ।

বক্তারা বলেন, এ কালো আইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাশ ও হেলপারদের জন্য পঞ্চম শ্রেণি পাশ বাধ্যতামূলক ভাবে বাতিল করতে হবে। এছাড়াও পরিবহন শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানী বন্ধ, পরিবহন শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক বান্ধব শ্রম আইন চালু ও সড়ক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে অতিসত্ত্বর তা পূরণের দাবি জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!