• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হজযাত্রায় এখনো অবিক্রীত ১৪ হাজার টিকিট!


বিশেষ প্রতিনিধি জুলাই ৯, ২০১৮, ০২:১৮ পিএম
হজযাত্রায় এখনো অবিক্রীত ১৪ হাজার টিকিট!

ঢাকা: হজযাত্রার ৩২ দিনের মধ্যে ১৮ দিনের ১৪ হাজার বিমান টিকিট এখনো নেয়নি এজেন্সিগুলো। এ জন্য শিডিউল নিয়ে জটিলতায় পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, সৌদি আরব থেকে বারকোড পেতে দেরি হওয়ায় অনেক এজেন্সি এখন দেশে না ফেরায় জটিলতা তৈরি হচ্ছে। এখনও ভিসা-টিকিট না পাওয়ায় দুশ্চিন্তায় অনেক হজযাত্রী।

হজযাত্রার জন্য মঙ্গলবার ক্যাম্পে আসা শুরু করবেন হজযাত্রীরা। বুধবার (১১ জুলাই) হজ কার্যক্রম-২০১৮ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোরেশোরেই চলছে সে প্রস্তুতি।

আশকোনার হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে রোববারই। হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছাড়বে ১৪ জুলাই। তবে প্রথম দিকের অনেকেই এখনো ভিসা-টিকিট পাননি।

এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে ভিসার কাজ শেষ হয়েছে ১৪ হাজারের।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, সৌদি আরবের মোয়াচ্ছাসা অফিসে ধীরগতির কারণে বারকোড পেতে দেরি হচ্ছে। যে-কারণে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে পারছে না এজেন্সিগুলো।

শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ বিমানও। ২৪ জুলাই থকে ১০ আগস্ট, ১৮ দিনের ১৪ হাজার টিকিট এখনও নেয়নি এজেন্সিগুলো। শিডিউল নিয়ে জটিলতায় পড়ার আশঙ্কা করছে বিমান।

তবে এবার ভিসা-টিকিট সংগ্রহের গতি বেশি হওয়ায় গতবারের মতো ফ্লাইট বাতিলের আশঙ্কা দেখছে না হাব ও হজ অফিস।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!