• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইকোর্টে আগাম জামিন পেলেন আসিফ নজরুল


আদালত প্রতিবেদক নভেম্বর ২৮, ২০১৭, ১২:১২ পিএম
হাইকোর্টে আগাম জামিন পেলেন আসিফ নজরুল

ঢাকা: মাদারীপুরে মানহানি ও তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

এ বিষয়ে করা এক আবেদনের শুনানী করে ২৮ নভেম্বর মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামীপক্ষে শুনানী করেন শাহদীন মালিক। এ সময় আদালতে হাজির হয়েছিলেন আসিফ নজরুল।

বিএনপি পন্থি এই শিক্ষককে মানহানির মামলায় ১০ সপ্তাহ ও তথ্য-প্রযুক্তি আইনের মামলায় পুলিশ রিপোর্ট দেয়ার আগ পর্যন্ত জামিন দেয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে ‘লস্কর’ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে নৌমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় অভিযোগে তার বিরুদ্ধে মানহানি ও তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দুটি করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!