• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাওয়া বাবা-মাকে খুঁজছে এক যুগ ধরে


শরীয়তপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ১০:৪১ পিএম
হারিয়ে যাওয়া বাবা-মাকে খুঁজছে এক যুগ ধরে

শরীয়তপুর: মেয়েটির নাম সুমাইয়া আক্তার সুরাইয়া (১৮)। বাবা সলেমান মীর, মা জলেফা বেগম (ফাতেমা)। বাবা-মা ও পরিবার-পরিজনের খোঁজে শরীয়তপুরে আসে সুরাইয়া। হয়তো ওর বাবা-মা পরিবার-পরিজন সবই আছে। তারাও হয়তো ওকে খুঁজছে। তবে তাদের কাছে ওর সন্ধান নেই। আর পরিবার-পরিজনের কোনো ঠিকানা ওর কাছে নেই।

মা-বাবার নাম বলতে পারলেও বাড়ির কথা জিজ্ঞেস করতেই তার চোখে মুখে যেন আঁধার নেমে আসে। বাবা-মা কোথায় কিংবা তাদের ঠিকানা সম্পর্কে কিছুই বলতে পারে না সুরাইয়া। বর্তমানে তাকে শরীয়তপুর সদর পালং মডেল থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

পালং মডেল থানা পুলিশের ওসির কক্ষে বসে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কথা হয় সুরাইয়ার সঙ্গে। সুরাইয়া বলেন, ২০০৬ সালে ঢাকার মিরপুর-১ এ বেড়াতে গিয়ে হারিয়ে যাই। তখন আমার বয়স ছয় বছর। পরে বাবা-মাকে খুঁজে না পেয়ে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠি। লঞ্চে বরিশালের মুলাদী লঞ্চঘাটে নামি।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!