• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসনাত করিমের জামিন ফের নাকচ


আদালত প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ১০:০৭ পিএম
হাসনাত করিমের জামিন ফের নাকচ

ঢাকা: গুলশান হামলার ঘটনায় আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাসনাতের জামিন আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন।

আবেদনে বলা হয়, ‘মামলার এজাহারে আসামির নাম নেই। অথচ তিনি দীর্ঘদিন ধরে আটক। তিনি সম্পূর্ণ নির্দোষ। তাকে জামিন দেয়া হোক।’ শুনানি নিয়ে বিচারক সত্যব্রত শিকদার জামিন আবেদন নাকচ করে দেন। হাসনাত করিম এ দিন আদালতে ছিলেন না।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরদারিতে রাখা হয়েছিল।

২০১৬ সালের ২ আগস্ট সন্ধ্যায় গুলশান থেকে হাসনাত করিমকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনার মামলায় হাসনাতকে আসামি দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট তার পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করে দেন আদালত। এরপর গত ২৪ আগস্ট ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান আবারও তার জামিন নাকচ করেন বলে জানান আইনজীবী মঈনুল।

২০১৬ সালের ৩০ অক্টোবর জামিন আবেদন নিয়ে দায়রা জজ আদালতে গেলে সেখানেও সাড়া পাননি হাসনাত করিম। 

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!