• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১২০ মিনিট লড়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী


ক্রীড়া প্রতিবেদক মে ২৫, ২০১৭, ১০:০৬ পিএম
১২০ মিনিট লড়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী

ঢাকা: জলবায়ুর পরিবর্তনে ক্রমশ উলট পালট হয়ে উঠছে প্রকৃতি। দিন যতই গড়াচ্ছে ততই বিরুপ ও চরমভাবাপন্ন হয়ে উঠছে আবহাওয়া। চলছে মধূ মাস জ্যৈষ্ঠ। কিন্তু সেটি মানুষের কাছে লাগছে বিষের মতই। প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তবুও থেমে নেই কোনো কিছুই। চলছে ‘ফেডারেশন কাপ ফুটবল’। বৃহস্পতিবার (২৫ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম চট্টগ্রাম আবাহনী। ১২০ মিনিটের নিষ্ফল লড়াই শেষে টাইব্রেকারে জিতে শেষ আটের টিকিট কেটেই ঘরে ফিরেছে বন্দরনগরীর দল।

এদিন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে হার মানেনি কোনো দলই। ১-১ গোলে অমিমাংসিত ফল। তাই নিয়ম মেনেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে (৩০ মিনিট)। সেখানেও একই অবস্থা। কিন্তু ফলতো আসতেই হবে। শেষ পর্যন্ত টাইব্রেকারে শেখ রাসেলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী লিমিটেডই।

নির্ধারিত সময়ের শুরুতেই এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। দশম মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক নেন ডিফেন্ডার আতিকুর রহমান মিশু। নাইজিরিয়ান ডিফেন্ডার এলিটা বেনজামিনের মাথা ছোয়া বলে লক্ষভেদ করেন মিডফিল্ডার খালেকুরজামান (১-০)। তবে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আবাহনী। ১৩ মিনিটে অধিনায়ক জাহিদ হোসেনের  গোলে সমতায ফেরে চট্টগ্রামের দলটি (১-১)। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। নির্ধারিত সময়ে পেরিয়ে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল শূণ্য। শেষ অবদি টাইব্রেকারে জিতে শেষ আটে নাম লেখায় চট্টগ্রাম আবাহনী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!