• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০১৭ সালে বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস


নিউজ ডেস্ক অক্টোবর ৩, ২০১৬, ০৭:১৫ পিএম
২০১৭ সালে বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

২০১৭ সালে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার আজারবাইজান থেকে পোপের নিজস্ব বিমানে রোমে ফেরার পথে তিনি নিজের ভ্রমণের কথা জানান।

পোপ জানিয়েছেন, আসছে বছর বাংলাদেশ এবং ভারত সফরের ব্যপারে তিনি ‘প্রায় নিশ্চিত’।

যদিও সে সফরের কোন দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। এছাড়া ঐতিহ্যবাহী ফাতিমার তীর্থযাত্রায় যোগ দিতে মে মাসে পর্তুগাল যাবেন পোপ। এছাড়া আফ্রিকায় যেতে চান পোপ, তবে ঠিক কোন দেশে তা এখনো নিশ্চিত করা হয়নি। এটি নির্ভর করবে ঐ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর।

২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর পোপ ইতোমধ্যেই সর্বোচ্চ ১৬টি রাষ্ট্রে ভ্রমণ করেছেন। এক্ষেত্রে সাধারণভাবে বিশ্ব মাধ্যমে কম মনোযোগ পায়, সেসব দেশই বেশি প্রাধান্য পেয়েছে পোপের ভ্রমণ তালিকায়। খবর: বিবিসি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!