• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৭ মার্চ জাতীয় দিবসের রুলের শুনানি পিছিয়েছে


আদালত প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৮, ০১:৫৩ পিএম
৭ মার্চ জাতীয় দিবসের রুলের শুনানি পিছিয়েছে

ফাইল ছবি

ঢাকা: ৭ই মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুলের শুনানি পিছিয়ে ১ ফেব্রুয়ারি পরবর্তি শুনানীর জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে আদালতে মামলার বিবাদীদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানী করেন ড. বশির আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে ২০১৭ সালের ২০ নভেম্বর ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের এ বেঞ্চ।

৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ মার্চ যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পূনঃনির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল তোলা ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না- তা জানতে চান আদালত। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!