• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৯ বছর পর জামিন পেলেন ঘাতক ছেলে


আদালত প্রতিবেদক জুলাই ২০, ২০১৭, ১০:৩৬ এএম
৯ বছর পর জামিন পেলেন ঘাতক ছেলে

ঢাকা: বাবা হত্যা মামলায় দীর্ঘ নয় বছর কারাবাসের পর স্ত্রীর জিম্মায় জামিন পেলেন কুমিল্লার চৌদ্দগ্রাম অধিবাসী আসামী ছালেহ আহম্মদ ওরফে কালু। বুধবার (১৯ জুলাই) বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কালুর স্ত্রীর জিম্মায় জামিন দেন।

আসামির পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

পরে আইনজীবী মিন্টু কুমার মন্ডল জানান, বাবা হত্যার মামলায় ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ছালেহ আহম্মদ ওরফে কালু বিনা বিচারে জেল খাটছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে কোন সাক্ষ্য গ্রহণ করা হয়নি। এবং তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত (মানসিক রোগী)। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে আদালত জামিন দিয়েছেন।

এর আগে গত ২ জুলাই এ আসামির কোন আত্মীয়-স্বজন আছেন কিনা তা ১৩ জুলাই কোর্টকে অবহিত করতে বলা হয়।

এবং তার পক্ষে কেউ জামিনদার হতে পারবে কিনা সেটিও জানাতে বলা হয়। পরে তার স্ত্রী জিম্মায় নিতে রাজি হলে আদালত শুনানি নিয়ে তার স্ত্রীর জিম্মায় জামিন দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!