• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‌‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশে আইএস নেই’


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০১৬, ০৩:১৯ পিএম
‌‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশে আইএস নেই’

বাংলাদেশে আইএস নেই—যুক্তরাষ্ট্র এটা বিশ্বাস করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। 

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বার্নিকাট। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুলশান হামলার পর জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ভালো ব্যবস্থা নিয়েছে। তবে বাইরে থেকে কেউ বাংলাদেশে জঙ্গিবাদের মদদ দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদকে জিরো টলারেন্স দেখাচ্ছেন, যা প্রশংসার দাবি রাখে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশে আইএস নেই। আইএস ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো মতপার্থক্য নেই। তবে একটি গোষ্ঠিকে জঙ্গিবাদে উসকে দিচ্ছে।’

কোন গোষ্ঠিকে এবং কারা উসকে দেওয়ার কাজটি করছে, সে বিষয়টি অবশ্য পরিষ্কার করেননি বার্নিকাট।

সোনালীনিউজ/ঢাকা/এএম
 

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!