• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২


ফরহাদ খান, নড়াইল ডিসেম্বর ৬, ২০১৮, ১২:০৫ পিএম
ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

নড়াইল: জেলার নড়াগাতিকে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে কান্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, নড়াইলের নড়াগাতি থানার কান্দুরী গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ইমান আলী এবং ইলিয়াস মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ইমান আলী নিহত (৩৫) হয়। অপরজন রুকু মোল্যা (৩০) কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। দুজনের বাড়িই কান্দুরী গ্রামে।

তিনি আরো বলেন, ইলিয়াস উদ্দিন মেম্বর এর লোকজন ইমান আলী গ্রুপের রুকু মোল্যা ও ইমান আলীকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নড়াগাতি থানার কান্দুরী গ্রামের বিলের মধ্যে বৃহস্পতিবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ২ জন নিহত হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!