• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মোদী আসছেন ২০১৮ সালে 


নিউজ ডেস্ক এপ্রিল ১১, ২০১৭, ০৭:২৯ পিএম
মোদী আসছেন ২০১৮ সালে 

ঢাকা: আগামী বছরে বাংলাদেশ সফর করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাওয়াত দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানিয়েছে, ২০১৮ সালের মধ্যবর্তী সময়ে মোদীকে বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। 

মঙ্গলবার (১১ এপ্রিল)  বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভারত সফরের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। নতুন গতি এসেছে, বহুমুখি সম্পর্ক নিয়ে কাজ করছে দুই দেশ। এজন্য ২০১৮ সালে বাংলাদেশ সফরের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়ে এসেছি।

বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ তাৎপর্যময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি সেখনে কিছু চাইতে যাইনি। আমি বন্ধুত্বের জন্য গিয়েছি। দেশের সঙ্গে দেশের সম্পর্ক তৈরির জন্য গিয়েছি।

২০১৫ সালে বাংলাদেশে এসেছিলেন নরেন্দ্র মোদী।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!