• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেকর্ড গড়লেন মাশরাফি-সাকিব


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৭, ০৬:৪৩ পিএম
অনন্য রেকর্ড গড়লেন মাশরাফি-সাকিব

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে মোহাম্মদ আশরাফুলকে স্পর্শ করেছিলেন। শুক্রবার (৯ জুন) কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দেশের হয়ে  সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড গড়লেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। দু’জনেই যৌথভাবে টাইগারদের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার এই অনন্য রেকর্ডের মালিক।

২০১৩ সালের ৮ মে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন আশরাফুল। সেই থেকেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার মালিকানা এতোদিন এককভাবে ধরে রেখেছিলেন অ্যাশ। বাংলাদেশের হয়ে ১৭৫টি ওয়ানডে খেলেছেন আশরাফুল। এখন এই রেকর্ডের মালিক যৌথভাবে হলেন বাংলাদেশ দলের দুই কান্ডারি মাশরাফি-সাকিব। দেশের জার্সি গায়ে আজকের নিউজিল্যান্ডের ম্যাচসহ মাশরাফি-সাকিব খেলেছেন ১৭৬টি ওয়ানডে।

মাশরাফি-সাকিব আশরাফুলকে ছাড়িয়ে গেলেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার ক্ষেত্রে অ্যাশের পাশে বসলেন টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ওয়ানডে ক্যারিয়ারে আশরাফুলের মত ১৭৫টি ম্যাচ অভিজ্ঞতা অর্জন করলেন মুশি।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা শীর্ষ পাঁচ খেলোয়াড়:
খেলোয়াড়                  ম্যাচ     রান          উইকেট
মাশরাফি বিন মর্তুজা    ১৭৬*   ১৫৪৩        ২৩০
সাকিব আল হাসান      ১৭৬*   ৪৮৫৪        ২২৪
মোহাম্মদ আশরাফুল    ১৭৫    ৩৪৬৮         ১৮
মুশফিকুর রহিম          ১৭৫*  ৪৩২৩           ০
তামিম ইকবাল           ১৭২*  ৫৬৭৩           ০

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!