• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যে কারণে ১০ দেশের মানুষ এত মোটা


ফিচার ডেস্ক আগস্ট ৩, ২০১৭, ০১:৪২ পিএম
যে কারণে ১০ দেশের মানুষ এত মোটা

ঢাকা: বিশ্বে দিন দিন স্থূলকায় (মোটা) মানুষের সংখ্যা বাড়ছে। মাত্র তিন দশকে ৮৫৭ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ বিলিয়নে। যা পৃথিবীর সমস্ত মানুষের তিন শতাংশ। শুধু ২০১০ সালেই দুই থেকে তিন মিলিয়ন স্থূলকায় মানুষ মারা গেছেন। এসব কারণে চিকিৎসা বিজ্ঞানীদের মাথা ব্যথা শুরু হয়েছে। তবে এ জন্য মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন তারা।

মানুষের এ স্থূলতার কারণ হিসেবে- ডেক্সে বসে কাজ করা, অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাবার খাওয়া, ফাস্ট ফুড ও সোডাযুক্ত খাবারেও মানুষ স্থূল হতে পারে। এ জন্য যতদূর সম্ভব এসব বর্জন করাই শ্রেয়। অতিরিক্ত স্থূলতাকে এক ধরণের রোগ হিসেবেই দেখছে চিকিৎসা বিজ্ঞান।

দ্য গ্লোবাল বার্নড অব ডিজিসেস শিরোনামে বিশ্বের যে ১০ দেশের মানুষ সবচেয়ে স্থূল, তাদের ওপর একটি পরিসংখ্যান প্রকাশ করেছিল বিজনেস ইনসাইড-এর সোনালীনিউজের পাঠকের জন্য তা তুলে ধরা হলো-

১০. ইন্দোনেশিয়া:
এশিয়া প্যাসেফিক অঞ্চলের মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার প্রায় ১৫ মিলিয়ন মানুষ স্থূল। যা দেশটির মোট জনসংখ্যা ৬ দশমিক ৮ ভাগ।

৯. পাকিস্তান:
দক্ষিণ এশিয়ার রক্ষণশীল মুসলিম দেশ পাকিস্তানের প্রায় ১৭ মিলিয়ন মানুষ স্থূল। যা দেশটির মোট জনসংখ্যার ১৩ দশমিক ৬ ভাগ।

৮. জার্মানি:
হিটলারের দেশ জার্মানিতে ১৯ মিলিয়ন মানুষ মোটা। যা ইউরোপের এই দেশটির মোট পূর্ণবয়স্ক মানুষের ২৪ দশমিক ৩ শতাংশ।

৭. মিশর:
অাফ্রিকার এই আরব দেশটির ২০ মিলিয়ন মানুষ স্থূলকায়। যা দেশটির মোট পূর্ণবয়স্ক মানুষের ৩৯ দশমিক ৯ শতাংশ।

৬. মেক্সিকো:
আমেরিকার দেশ মেক্সিকোতে রয়েছে ২২ মিলিয়ন স্থূলকায় মানুষ। যা দেশিটির পূর্ণবয়স্ক মানুষের ২৬ দশমিক ৯ শতাংশ।

৫. ব্রাজিল:
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে ২৩ মিলিয়ন স্থূল মানুষ রয়েছে। যা দেশটির মোট পূর্ণবয়স্ক মানুষের ১৬ দশমিক ২ শতাংশ।

৪. রাশিয়া:
রাশিয়ায় রয়েছে ২৮ মিলিয়ন স্থূলকায় নারী-পুরুষ। এই সংখ্যাটি ২৪ দশমিক ১ শতাংশ পূর্ণবয়স্ক মানুষের সংখ্যার সমান।

৩. ভারত:
আমাদের পার্শবর্তী দেশ ভারতে ৩০ মিলিয়ন মানুষ স্থূলকায়। যা দেশটির পূর্ণবয়স্ক মানুষের ৩ দশমিক ৮ শতাংশ।

২. চীন: 
কমিউনিস্ট শাসিত চীনে রয়েছে ৪৭ মিলিয়ন স্থূলকায় মানুষ। যা দেশটির পূর্ণবয়স্ক মানুষের ৪ দশমিক ৪ শতাংশ।

১. যুক্তরাষ্ট্র:
এই তালিকার শীর্ষে অবস্থান করছে ট্রাম্পের মুলুক যুক্তরাষ্ট্র। সেখানে ৭৯ মিলিয়ন স্থূলকায় মানুষের বাস। যা দেশটির মোট পূর্ণবয়স্ক মানুষের ৩৩ ভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!