• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শুভর ‘অ্যাটাকে’ শাকিবের হার!


বিনোদন প্রতিবেদক অক্টোবর ৮, ২০১৭, ১২:৩৯ পিএম
শুভর ‘অ্যাটাকে’ শাকিবের হার!

ঢাকা: আরিফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে শুক্রবার (৬ অক্টোবর)। মুক্তির প্রথম দিনই সব রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। এমন কি সময়ের সেরা নায়ক শাকিব খানের ‘শিকারী’কে  হার মানিয়ে ছবিটি মুক্তির প্রথম দিনেই আলোচনায়।

দর্শক ভালোবাসায় সিক্ত দীপংকর দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ প্রথম দিনেই সেল হয়েছে প্রায় ৫ কোটি! সিনেমাটি যেন ঢাকাই সিনেমার দৃষ্টান্ত হতে চলেছে। রেকর্ড ভাঙার দৌড়ে, সীমানার ফিতা ছিঁড়ে এগিয়ে চলছে সিনেমাটি।

শুক্রবার (৬ অক্টোবর) মুক্তি পাওয়ার পর সারা দেশে সিনেমাটির গ্রস সেল প্রায় ৫ কোটি টাকা এবং নীট সেল এক কোটি পাঁচ লাখ টাকা! প্রথম দিনেই হাউজফুল ছিল মধুমিতা সিনেমা হলের তিনটি শো। ঢাকা অ্যাটাকের নির্মাতা দীপংকর দীপনের ফেসবুক স্ট্যাটাস থেকে পাওয়া গেছে এমন তথ্য। দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। 

অনেকের ধারণা ‘ঢাকা অ্যাটাকে’ শাকিবকেও পেছনে ফেলে এগিয়ে গেছেন শুভ। কারণ গেল বছর শাকিবের ‘শিকারী’ মুক্তি পেয়েছিল। ওই ছবিটির রেকর্ড ভাঙতে পারেনি এ পর্যন্ত কোনো ছবি। তবে শুক্রবার সে রেকর্ড ভাঙল শুভর ‘ঢাকা অ্যাটাক’। এ বিষয়ে নায়ক আরিফিন শুভ বলেন, ‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যে আমি কৃতজ্ঞ দর্শকের কাছে। অন্য কোন ছবির সঙ্গে তুলনা করতে চাই না। দর্শক আমার সিনেমা দেখছে এটাই আমার বড় পাওয়া।’

ঢাকা অ্যাটাকের ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি বলেন, ‘সারা দেশে প্রায় ৫ কোটি সেলে হয়েছে। এটি গ্রস সেল, নেট সেল এক কোটি পাঁচ লাখ।  কারণ একটি ছবি নির্মাণে যেখানে যতো খরচ করার দরকার ততটাই খরচ করা হয়েছে।  রেকর্ড করার মতোই ছবি হয়েছে এটা। যার কারণে প্রথম দিনেই অতিতের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে।’

সানী ছানোয়ারের গল্পে ‘ঢাকা অ্যাটাকে’ আরিফিন শুভ ও মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন, এবিএম সুমন, নওশাবা, আলমগীর, আফজাল হোসেন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, শিপন প্রমুখ।
সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!