• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

৩৪ সন্তানের বাবা, কিন্তু চেনে না কোন সন্তান


নিউজ ডেস্ক অক্টোবর ১১, ২০১৭, ০২:৩৯ পিএম
৩৪ সন্তানের বাবা, কিন্তু চেনে না কোন সন্তান

ঢাকা: বিশ্বে স্পার্ম বা শুক্রাণু দান করার বিষয়টি বিদেশে দীর্ঘদিন ধরেই চলছে। আর সে ক্ষেত্রেই রেকর্ড করেছেন এক ব্রিটিশ নাগরিক। হিসাব করে দেখা গিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৪টি শিশুর জন্ম হয়েছে তার শুক্রাণুতে। মানে, এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে তিনি ৩৪ সন্তানের পিতা।

শুধু দাবি নয়, এর হিসাব আছে খাতা-কলমে। এই তালিকায় থাকা পরের জনের শুক্রাণুতে জন্ম হয়েছ ৩১টি শিশুর।

অন্যদিকে সারা ইংল্যান্ডে এমন ৬৬৭ জন দাতা রয়েছেন, যাদের শুক্রাণুতে গড়ে ১০টি করে শিশুর জন্ম হয়েছে। সারা বিশ্বেই শুক্রাণু দান করা এখন চালু প্রথা। ইংল্যান্ডসহ বিশ্বের বহু দেশেই অসংখ্য স্পার্ম ব্যাংকও তৈরি হয়েছে এখন। এমনকি ২০০৫ সাল থেকে ব্রিটেনে চালু হয়েছে নতুন আইনও। যেখানে বলা হয়েছ, দান করা শুক্রাণুতে জন্ম নেয়া সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলেই তাদের পিতার নাম জানতে পারবেন।

আর দাতার রেকর্ড নিয়েও আছে অবাক করে দেয়া তথ্য। কয়েকদিন আগেই এক ব্রিটিশ দাবি করেছিলেন, ২০০০ সাল থেকে তার দান করা শুক্রাণুতে এখন পর্যন্ত জন্ম হয়েছে ৮০০ শিশুর।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!