• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভাইজানকে ছাড়ছেন বান্ধবী লুলিয়া!


বিনোদন ডেস্ক অক্টোবর ১৬, ২০১৭, ০৪:১৪ পিএম
ভাইজানকে ছাড়ছেন বান্ধবী লুলিয়া!

ঢাকা: ভারত ছাড়ছেন ভাইজান খ্যাত বলিউড তারকা অভিনেতা সালমান খানের ‘বান্ধবী’ লুলিয়া ভান্তুর! কেন হঠাৎ করেই তার রোমানিয়ায় ফিরে যাওয়া তা নিয়ে বলিউডে জোর জল্পনা তৈরি হয়েছিল।

সালমান তাকে সময় দিতে পারছেন না বলেই কি কোনো সমস্যা তৈরি হয়েছে দুজনের মধ্যে। এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বলিউডে। আর জল্পনার সব অবসান ঘটিয়েছেন লুলিয়া নিজেই।

রোমানিয়ার এই মডেল-অভিনেত্রী জানিয়েছেন, অন্য কিছু নয়, ভিসা শেষ হয়ে যাওয়াতেই তাকে দেশে ফিরতে হচ্ছে। ইনস্টাগ্রামে লুলিয়া লিখেছেন, কখনও কখনও কোনো রাস্তাই থাকে না। আপনাকে নিয়ম মেনে চলতেই হয়। ভিসা শেষ হয়ে  গেছে, তাই ফিরতেই হচ্ছে।
গত দুবছর ধরে জোর জল্পনা-লুলিয়ার সঙ্গে ডেট করছেন  ছাড়ছেন ভাইজানের পারিবারিক অনুষ্ঠানেও দেখা গেছে লুলিয়াকে। তবে কয়েক মাস ধরে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির রিলিজ ও ‘বিগবস’ নিয়ে ব্যস্ত থাকায় লুলিয়াকে সময় দিতে পারছিলেন না বলিউডের সুলতান।

ফলে লুলিয়াকে তার এড়িয়ে চলার জল্পনা আরও তেজি হয়েছিল। এবার তার অবসান হল, নাকি ভালোবাসার টানে আবার ভাইজানের কাছে ফিরবেন লুলিয়া।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!