• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বোনদের সব অভিযোগের জবাব দিলেন ডিপজল


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১০ পিএম
বোনদের সব অভিযোগের জবাব দিলেন ডিপজল

চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল তার তিন বোনের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি নিয়ে ওঠা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া দেন।

ডিপজল বলেন, “সারা দেশে আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে কাজ করছে। বোনদের সামনে বিষয়গুলো মিডিয়াতে ছড়ানো হচ্ছে, যা শুধু অন্যায় নয়, অমানবিকও।” তিনি আরও জানান, তার বোনের ছেলে প্রিন্সও এই অপপ্রচারে জড়িত।

অভিনেতা উল্লেখ করেন, তিনি সবসময় তার মায়ের সর্বোচ্চ সম্মান ও যত্ন রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ব্যাংকক নেওয়া হতো, এবং তার চিকিৎসা ও ঔষধ দেশের বাইরে থেকে আনা হতো। মা মৃত্যুর পরও জানাজা, দাফন এবং সমস্ত খরচ তিনি একাই বহন করেছেন।

ডিপজল অভিযোগ করেছেন, তার সন্তানরাও সবসময় বোনদের পাশে ছিল, কিন্তু মিডিয়াতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। প্রিন্স ক্যান্সার থেকে সুস্থ হলেও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শিগগিরই সব তথ্যপ্রমাণসহ মিডিয়ায় বিস্তারিত বক্তব্য দেবেন।

এর আগে তার বোন পারভীন দাবি করেন, ডিপজল ও তার দুই ভাই তাদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন। ডিপজল এই অভিযোগও ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

এম

Wordbridge School
Link copied!