• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রায় দুই বছর অপেক্ষা করে ওজন কমিয়ে নিজেকে প্রস্তুত করেছি: ফারিয়া


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৫৫ এএম
প্রায় দুই বছর অপেক্ষা করে ওজন কমিয়ে নিজেকে প্রস্তুত করেছি: ফারিয়া

দীর্ঘ অভিনয় জীবনেও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ চরিত্র ফারিয়া শাহরিনকে এনে দিয়েছে বিশেষ জনপ্রিয়তা। তবে দর্শকরা পঞ্চম সিজনে তার অনুপস্থিতিতে অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো—চ্যাপ্টার সিক্সের মাধ্যমে আবারও নিজের চেনা আঙিনায় ফারিয়া শাহরিন ফিরলেন।

প্রায় দুই বছর নাটকটির জন্য অপেক্ষা এবং প্রস্তুতি নিয়ে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, “প্রায় দুই বছর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। এই সিরিজের বাইরে অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখে খুব শান্তি লাগছে। আশা করি দর্শকরা আমার কামব্যাক পছন্দ করবেন।”

তিনি আরও জানান, সিজন ৫-এ না থাকার কারণে ভক্তদের কমেন্ট বক্সে একধরনের প্রশ্নের ঝড় বইত—“আমি কেন সিজন ৫-এ নেই?” এতদিন উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। চ্যাপ্টার ৬-এ ফিরে এসে সব প্রশ্নের উত্তর তিনি একসঙ্গে দিয়েছেন।

নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা ও মনিরা মিঠু।

এম

Wordbridge School
Link copied!