• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তাজিকিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৭, ১০:১৪ পিএম
তাজিকিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ

ঢাকা: পরিচর্যা পেলে তারাই হতে পারে বাংলাদেশের সেরা ফুটবল তারকা। ঘুচাতে পারে ডুবতে বসা জাতীয় দলের দুর্নাম। আরও একবার বাংলাদেশের ফুটবল কর্তাদের সেটি বুঝিয়ে দিলেন মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের নৈপুন্যের ধারাবাহিকতা বজায় রেখে শক্তিশালী তাজিকিস্তানকে তাদের মাঠেই রুখে দিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

গত মাসে ভূটানে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ৫৪ মিনিট পর্যন্ত ভারতের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশের যুবারা। শুধু তাই নয়, দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারায় ২-০ গোলে। সেই প্রেরণা নিয়েই তাজিকিস্তানে পাড়ি জমায় বাংলাদেশ দল। তবে শঙ্কাও ভর করছিল। কারণ, ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচে তাজিকিস্তানের মাটিতে ৫-০ গোলে হেরেছিল জাতীয় দল। তার ওপর বিরুপ কন্ডিশন তো আছেই।

কিন্তু মঙ্গলবার (৩১ অক্টোবর) তাজিকিস্তানের হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এটি লাল সবুজের দলের জন্য বলতে গেলে জয়ের সমানই। কারণ, তাজিকদের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ দল। ব্যবধান যোজন যোজন। তাই এই ড্রতে আরও আত্মবিশী হয়ে উঠবে বাংলাদেশ দল।

উজ্জীবিত বাংলাদেশের যুবারা আগামী ২ নবেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। স্বাগতিক তাজিকিস্তান ছাড়াও ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!