• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চার বছর পর মাঠে প্রিমিয়ার হ্যান্ডবল লিগ


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৯, ২০১৮, ০৫:২০ পিএম
চার বছর পর মাঠে প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

ছবি: খন্দকার তারেক

ঢাকা: সর্বশেষ ২০১৪ সালে হয়েছিল প্রিমিয়ার হ্যান্ডবল লিগ। এরপর নানা জটিলতায় আর মাঠে গড়ায়নি দেশের ঘরোয়া হ্যান্ডবলের সর্বোচ্চ এই আসর। অবশেষ দীর্ঘ চার বছর পর মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হতে যাচ্ছে ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ-২০১৮’।

আগামী শনিবার (২১ জুলাই) পল্টনস্থ এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রিমিয়ার হ্যান্ডবল লিগের ১৭তম আসর মাঠে গড়াবে। আগের আসরে ৯টি দল অংশ নিলেও এবার দলের সংখ্যা বেড়েছে একটি। গত আসরে রেলিগেশন হয়েছিল একটি দলের, এবার অবনমন হবে দুইটি দলের। ক্লাবগুলো প্রতিটি ম্যাচে দলে তিনজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে।  

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল, লিগ কামিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগরের উপ-পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেন, ভাইস-চেয়ারম্যান ও এডিসি এস এম শিবলী নোমান, সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল।

লিগে অংশগ্রহনকারী ক্লাব গুলো হলো:
(১) নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, (২) প্রাইম স্পোর্টিং ক্লাব, (৩) ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, (৪) আরামবাগ ক্রীড়া সংঘ, (৫) মেনজিস ক্রীড়া চক্র, (৬) বাংলা ক্লাব, (৭) সূর্যোদয় ক্রীড়া চক্র, (৮) ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, (৯) ওল্ড আইডিয়ালস ও (১০) কোয়ান্টাম ফাউন্ডেশন।    

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!