• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতের পশ্চিমবঙ্গে হাতির আক্রমণে নিহত ৫


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৬, ০৫:৩০ পিএম
ভারতের পশ্চিমবঙ্গে হাতির আক্রমণে নিহত ৫

সোনালীনিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে একপাল বন্য হাতির আক্রমণে পাঁচজন নিহত ও একজন মারাত্মক আহত হয়েছেন।

ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, গ্রামবাসী হাতিগুলোকে পাথর ছুড়ে মারলে রেগে গিয়ে এ কাণ্ড ঘটায় তারা।

বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার সকালে একপাল হাতি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘হাতিগুলো গ্রামবাসীর ওপর রেগে গিয়েছিল। তারা হাতিকে পাথর ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করলে এমনটি ঘটে।’

তিনি বলেন, ‘হাতির এই তাণ্ডবের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তাণ্ডবে অংশ নেয় ৭টি হাতি। স্থানীয়রা বন কর্মকর্তাদের ডেকে আনে সাহায্যের জন্য। ঘুমের ওষুধ প্রয়োগ করলে একটি পুরুষ হাতি মারা যায়। বাকিরা নিজ নিজ জায়গাতে চলে যায়।’

পশ্চিমবঙ্গে বন মন্ত্রণালয় হাতি প্রকল্পের সঙ্গে সংযুক্ত রয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য, বন্য হাতির অভ্যাস ও সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা। বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে গ্রামে তাদের ঢুকে পড়ার ঝুঁকি কমে আসবে।

মানুষ ও হাতির দ্বন্দ্ব কমিয়ে আনার লক্ষ্যে বিশ্ব বন্যপ্রাণী সংস্থা একটি প্রকল্প হাতে নিয়েছে। এখানে একদল এশিয়ার হাতি ও মাহুতিদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!