• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ না...


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৯, ২০১৮, ০৫:৫২ পিএম
ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ না...

ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের ফাইনালে উঠেছে তাজিকিস্তান। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে পর্যটন নগরী কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের টিকেট নিশ্চিত করেছে তাজিকরা।

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনকে মোকাবিলা করবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে জয়ী দল আগামী ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে তাজিকিস্তানের মোকাবেলা করবে।

এদিন ম্যাচের শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলে তাজিকিস্তান। একের পর এক আক্রমণ ফাটল ধরায় ফিলিপাইনের রক্ষণভাগ। তবে প্রথম গোল পেতে তাজিকদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। এ সময় কমরনের গোলে এগিয়ে যায় তাজিকিস্তান। ঝাপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি ফিলিপাইন গোলকিপার কাসাস। তাবরেজের ক্রস থেকে জন রহিমভের হেডে সাইড ভলিতে তাকে পরাস্ত করেন তুরসুনভ।

বিরতির পর ব্যবধান বাড়াকে আক্রমণের ধার বাড়ায় তাজিকিস্তান। তবে প্রথমার্ধের মতো সেসব আক্রমণ ব্যর্থতায় রূপ নিয়েছে। তেমন আক্রমণে ৮৩ মিনিটে ফাতখুল্লোভরের ফ্রি কিক রুখে দেন গোলকিপার। যোগ করা সময়ে বাবাজানভের বাড়ানো বলে জোরালো শটে ব্যবধান দ্বিগুন করেন নাজারভ। এই গোলেই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তাজিকিস্তান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!