• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অভিষেকে শূন্য হাতে ফিরলেন ফজলে রাব্বি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৮, ০৩:৩১ পিএম
অভিষেকে শূন্য হাতে ফিরলেন ফজলে রাব্বি

ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে অভিষেকটা সুখকর হলো না বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে রাব্বির। নিজের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চার বল মোকাবেলা করে শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

এর আগে বাংলাদেশের ১২৯তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক হয় ফজলের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ অভিষেক ঘটে তার।

ঘরোয়া আসরে প্রথম শ্রেনির ক্রিকেটে ৬৮ ম্যাচে ৭টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৭১৫ রান করেছেন ফজলে। বল হাতে ২৮ উইকেট শিকার রয়েছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮০ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২২০০ রান করেন ৩০ বছর বয়সী ফজলে। হাত ঘুড়িয়ে ২৭ উইকেটও নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের হয়ে খেলেছিলেন ফজলে। ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি তিনি। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ঐ প্রস্তুতি ম্যাচে ১টি চারে ৩৪ বলে ১৩ রান করেন ফজলে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!