• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে যা বললেন ভক্তরা...


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৭, ২০১৮, ০৬:০৭ পিএম
মাশরাফিকে যা বললেন ভক্তরা...

ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে ‘মনোনয়ন পেয়েছেন’ মাশরাফি বিন মর্তুজা। রোববার (২৫ নভেম্বর) ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ককে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ম্যাশ ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।  

দেশ এবং বিদেশে মাশরাফির অগনিত ভক্ত রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তরা মাশরাফিকে যেমন সাধুবাদ জানিয়েছে, তেমনই সোমালোচনাও করেছে। বিষয়টি নজর এড়ায়নি মাশরাফির। তাই ফেসবুকে নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক। তারপরও বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।  

ফেসবুকে মাশরাফির দীর্ঘ বিবৃতির প্রতিক্রিয়া ভক্তরা এখন পর্যন্ত লক্ষাধিক মন্তব্য করেছেন। ফারাবি হাসান নামে একজন ভক্ত মাশরাফির উদ্দেশে লিখেছেন, ‘ভাই,পাবলিক এখন আর আপনাকে প্রিয় ম্যাশ বা বস ভাবে না, এখন শুধু ভাবে আপনি একটা হলুদ। হয়তো আপনার জন্য আমার গালি বা খারাপ কিছু আসছে না, বাট এটাও সত্য যে, আপনার জন্য আগের মতো আর আবেগ-ভালোবাসা এখন আর কোনো কিছুই আসে না। ভালো থাকবেন!’

রোকন উদ্দিন খান লিখেছেন, ‘আপনি নড়াইল নিয়ে পরে না থেকে পুরো দেশের ভাগ্যের উন্নয়নে নতুন একটি দল গঠন করলে সবাই আপনাকে সাপোর্ট দিত। আফসোস, আপনি বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির বলয় থেকে বেরিয়ে এসে নতুন আশার দিগন্ত ছড়ানোর সম্ভাবনাকে নিজ হাতে নষ্ট করলেন।’

জাকির হোসেন ইমরান লিখেছেন, ‘খেলা থেকে অবসর নিন..জাতীয় দলে আপনাকে এখন বেমানান লাগবে, আর যে দলের সাথে হাত মিলিয়েছেন এটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই লজ্জা লাগার কথা।’

রিয়াজ হাসান নামে একজন তীর্যক মন্তব্য করেছেন এভাবে, ‘ভোট ডাকাতের দোসর, ব্যাংক লুটের দোসর, গণতন্ত্র হরণের দোসর, গুমের দোসর! শেইম অন ইয়্যু মাশরাফি। এতই যখন লীগপ্রেম বাংলাদেশের জার্সি পরে আর খেলতে নাইমেন না, মুজিব কোট পরে খেলিয়েন।’

হাবিবুল্লাহ মারুফ লিখেছেন,  ‘মি. (মিস্টার) মাশরা‌ফি আমরা ভা‌বি সমগ্র দে‌শের আপনি। আর আপনি হ‌য়ে গে‌লেন একটা দ‌লের। যে দ‌লের কা‌হিনী সব জা‌নেন-বো‌ঝেন, তারপ‌রও এতটা সংকীর্ণ মানু‌সিকতা নি‌য়ে কীভা‌বে আপ‌নি মাশরা‌ফি হ‌লেন? আপ‌নি কি মাশরা‌ফি না‌মের সা‌থে সু‌বিচার কর‌তে পারে‌ছেন? আফসোস...’

কফিল উদ্দিন মুরাদ লিখেছেন, ‘উন্নয়ন করতেই মন চাইলে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে কাজ করতে পারতেন, তাহলে দল-মত নির্বিশেষে ভোট পেতেন এবং জনগনের ভালোবাসা অটুট থাকতো। নিদৃষ্ট কোনো ছাতার নিচে গিয়ে বাহিরের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না?

আবদুল কাইয়ুম খান লিখেছেন, ‘ভাবতেই অবাক লাগে এই মাশরাফি ভাই একদিন বলবে, এই কুদ্দুস ওই গাড়িটাতে আগুন লাগিয়ে দে। পরে সাংবাদিক সম্মেলন ডেকে বলবে, এটা বিএনপির লোকদের কাজ।’

অনেকের শুভকামনা : কেউ কেউ মাশরাফি রাজনীতিতে যোগ দেওয়ায় শুভকামনাও জানিয়েছেন। যেমন সাকিব হাসান সুইম নামে একজন লিখেছেন, ‘মাশরাফির রাজনীতির ইনিংস লম্বা হবে, মানবিক মাশরাফির মানবিকতা ছড়িয়ে পড়বে সর্বোত্র, এটাই চাই। মাশরাফি আমাদের গর্ব। এগিয়ে যান।’

পার্থ সারথী সরকার লিখেছেন, ‘আমার গর্ব হয় এই ভেবে আমি বাংলাদেশের নাগরিক, আমার গর্ব হয় এই ভেবে আমি মাশরাফির বিন মোর্তজা'র স্বদেশী।’

আতিকুর রহমান নাবিল লিখেছেন, ‘নড়াইল-২ আসন কে এমনভাবে প্রতিষ্ঠিত করবেন যেন বাকি ২৯৯ আসনের সংসদ সদস্যরা এইটাকে মডেল হিসেবে ধরে নিয়ে নিজের এলাকায় ওইভাবে কাজ করতে পারে। ওই আসনগুলোর জনগণ ও যেন তুলনা করে তাদের এমপিদের কার্যক্রম এর সফলতা-ব্যার্থতা হিসাব করতে পারে। শুভকামনা রইলো আপনার জন্য প্রিয় ক্যাপ্টেন।’

মাশরাফিকে মজার ছলে সতর্ক করে আহম্মদ জামিল লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতি খারাপ ভাই। হয়তো একদিন দেখব আপনার স্ত্রী বাচ্চাদের নিয়ে জেলের বাহিরে আপনার জন্য দাড়িয়ে আছে। সো, বি কেয়াফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!