• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি অলরাউন্ডার হাফিজ এখন রাজশাহীতে


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০১৮, ০৪:১৯ পিএম
পাকিস্তানি অলরাউন্ডার হাফিজ এখন রাজশাহীতে

ছবি: সংগৃহীত

ঢাকা: এই মুহুর্তে নির্বাচনের উত্তেজনায় কাঁপছে গোটা বাংলাদেশ। ৩০ ডিসেম্বর হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তার ৬ দিন পরে, অর্থাৎ ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। সেই লক্ষ্যে এরইমধ্যে দল গুছিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ফ্র্যাঞ্চাইজি এখনও পছন্দের খেলোয়াড় দলে টানছেন।

দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকান লেগ-স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। এবার আরেক পাকিস্তানি  মোহাম্মদ হাফিজকে দলে টেনে শক্তি বৃদ্ধি করল রাজশাহী কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছে রাজশাহী কিংস।

হাফিজের ছবি দিয়ে রাজশাহী কিংস ক্যাপশন দিয়েছে, ‘অনেক অভিজ্ঞ, সব বিভাগে কার্যকর, হাফিজকে রাজশাহী দলে স্বাগত।’

সদ্যই টেস্ট থেকে অবসর নিয়েছেন হাফিজ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্যই এমন সিদ্বান্ত নেন তিনি। দেশের হয়ে ৫৫ টেস্টে ৩৬৫২ রান-৫৩ উইকেট, ২০৩ ওয়ানডেতে ৬১৫৩ রান-১৩৭ উইকেট ও ৮৯টি-২০তে ১৯০৮ রান-৫৪ উইকেট শিকার করেন হাফিজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!